একসঙ্গে ৪ সন্তানের মা হলেন আদুরী বেগম।
রাকিবুল ইসলাম
কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান। ২০১৪ সালে একই উপজেলার ইসমাইল হোসেনের মেয়ে আদুরী বেগমকে বিয়ে করেন তিনি।
এদিকে বিয়ের ৮ বছর কেটে গেলেও কোনো সন্তানের পিতা-মাতা হতে পারেনি তারা। এটা নিয়ে উভয় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছিলো। এজন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করান তারা। কিন্তু কোনো ফলাফল পাননি।
সব শেষ তারা শরাণাপন্ন হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ফারহানা ইয়াসমিনের কাছে।
এদিকে চিকিৎসার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হন আদুরী বেগম। আর অন্তঃসত্ত্বার দুই মাস পর জানতে পারেন তারা একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
গেল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেন আদুরী বেগম। অস্ত্রোপচারের মাধ্যমে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ৪ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।
চার নবজাতকের বাবা মনিরুজ্জামান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কাজ করেন। ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্মে তিনি খুব খুশি বলে জানান।