ইলিয়াস কাঞ্চনের অভিযোগ, জায়েদ খানের কড়া জবাব
সাদাকালো নিউজ
৭ মার্চ সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, জায়েদ খানের দেখানো কোর্টের রায়ের কপিটি সঠিক ছিল না। সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি ছলনার আশ্রয় নিয়েছেন।
এ কারণে তাকে পাঠ করানো শপথ গ্রহণ অযোগ্য বলে বাতিল করে দেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ তুলে আনেন ইলিয়াস কাঞ্চন।
সেসব অভিযোগের জবাবে এবার মুখ খুলেছেন জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘আসলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কোথাও একটা ভুল হচ্ছে। হাইকোর্টে আমি মামলাটা জিতেছি। এটা প্রমাণও করেছি। আমার আইনজীবী নতুন মামলার সার্টিফিকেট দেখিয়েছি। কাঞ্চন ভাই সেটা পড়ে আমাকে শপথ পাঠ করিয়েছেন। এখানে প্রতারণা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছি না।’
জায়েদ খান আরও বলেন, ‘আপিলের কপি তো অনলাইনে পাবলিস্ট হয়েছে। সেই কাগজটাই আমি দিয়েছি। কিন্তু এটা নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করবেন ইলিয়াস কাঞ্চন ভাই আসলে আমি ভাবতেই পারিনি। ওনার সব অভিযোগই অস্বীকার করছি। কারণ কোথাও একটা ভুল হচ্ছে। এছাড়া ফটোকপি দিতে পারি নাই, সিল ঠিক ছিল না এসব অভিযোগের কোন ভিত্তি নাই। উনি অনেক সম্মানিত মানুষ।’