ইভিএম কেনার প্রকল্প অনুমোদন শিগগিরই: পরিকল্পনামন্ত্রী
সাদাকালো নিউজ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘শিগগিরই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পটি অনুমোদন করানো হবে। আমরা নিয়মকানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এ সময় তিনি বলেন, যত দ্রুত সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে। শিগগিরই আমরা এটি করানোর চেষ্টা করব।