ইথিওপিয়াকে ওষুধ ও মেডিকেল পণ্য আমদানির আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সাদাকালো নিউজ
বাংলাদেশ থেকে ইথিওপিয়াকে ওষুধ আমদানির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইথিওপিয়া সফররত বাণিজ্যমন্ত্রী ৪ মার্চ দেশটির রাজধানী আদ্দিস আবাবায় ইথিও হেলথ-২০২২ এবং ফার্মাসিটিউক্যাল বিনিয়োগ ফোরাম আয়োজিত বাণিজ্য মেলার অনুষ্ঠানে এই আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। দেশের চাহিদা মিটিয়ে কম মূল্যে বিশ্বমানের ওষুধ উন্নত বিশ্বে রপ্তানি করছে। প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ রপ্তানি বাড়ছে।
মন্ত্রী আরও জানান, আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মেডিকেল পণ্য রপ্তানির প্রত্যাশা করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।
‘তাছাড়া, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বে ৪১৬তম। আমরা আশা করছি, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশের একটি দেশে পরিণত হবে বলেও জানান তিনি।