আসছে কয়লা, ফের উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র
সাদাকালো নিউজ
তিন মাসের মধ্যে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা। তিনি বলেছেন, “কয়লা সংকট একটা অপারেশনাল ইস্যু। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, এই সংকট কেটে যাবে।”
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লাহ।
তিনি সাংবাদিকদের বলেন, “ইন্দোনেশিয়া থেকে কয়লা সরবরাহ বিঘ্নিত হওয়ায় রামপাল কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ডলার রিলিজ করতে কিছুটা সময় লাগায় এই সমস্যার সৃষ্টি হয়। তবে এখন সমস্যার সমাধান হয়েছে। নতুন করে কয়লা কিনে একটি জাহাজ সেখান থেকে রওনা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে কয়লাবাহী জাহাজটি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন থেকে নিয়মিত কয়লা পাবো। ফলে জুন মাস থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন করবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এ ছাড়া দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে জোরেশোরে কাজ চলছে। সবমিলিয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে কোনো সমস্যা হবে না।”
উল্লেখ্য, ডলার সংকটের কারণে এলসি খুলতে না পারায় কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। ফলে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর জেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে।