আমিরের রেকর্ড ভাঙলেন আয়ান
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এতদিন রেকর্ড বুকে নাম ছিল পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরের। তিনি মাত্র ১৭ বছর ৫৫ দিন বয়সে বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড করেছিলেন।
এবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরের সেই রেকর্ড ভেঙে দিলেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্লো অর্থোডক্স স্পিনার আয়ান আফজাল খান। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ১৬ বছর ৩৩৫ দিন।
আয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। বিশ্বকাপের আগে দুই ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে বাঁ-হাতি এই স্লো অর্থোডক্স স্পিনার নিয়েছেন তিন উইকেট। প্রথম ম্যাচে তিন ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৬। ব্যাট হাতে এক ইনিংসে সুযোগ পেয়ে খেলেছেন ১৭ বলে ২৫ রানের ইনিংস।
তবে আয়ান ক্রিকেট অনুসারীদের নজর কেড়েছিলেন চলতি বছরের শুরুর দিকেই। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের প্লেট পর্বের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। ফাইনালে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে আমিরাতের যুবাদের জয়ের দিন ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন আয়ান।