
আবেগঘন আয়োজনে শেন ওয়ার্নকে শেষ বিদায়
সাদাকালো নিউজ
অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। পৃথিবী ছেড়ে বিদায়ের ২৬ দিন পর আবেগঘন আয়োজেনে আনুষ্ঠানিক বিদায় জানানো হলো অজি কিংবদন্তী শেন ওয়ার্নকে।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ওয়ার্নের স্মৃতিচারণ করলেন তার পরিবার-পরিজন ও সতীর্থরা।
বর্নিল জীবনের অধিকারী ছিলেন শেন ওয়ার্ন। যার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগী হয়েছেন সবাই। ওয়ার্নের ছেলে জ্যাকসন ও দুই মেয়ে সামার ও ব্রুক বাবার শেষ বিদায়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে।
কোল্ড প্লে খ্যাত মার্কিন গায়ক ক্রিস মার্টিন সঙ্গীত পরিবেশ করেন ওয়ার্নকে নিয়ে। এ ছাড়াও ব্রিটিশ গায়ক এল্টন জন ও এড শিরানও নিজেদের পারফরমেন্সের মাধ্যেমে তুলে ধরেন ওয়ার্নের সাথে তাদের বন্ধুত্বের স্মৃতি।
সন্তানদের হাত ধরে স্মৃতি বিজড়িত এমসিজিতে গ্র্যান্ড স্ট্যান্ড উন্মোচিত হয় শেন ওয়ার্নের নামে। সে সময় আবেগে ভাসে মাঠের অর্ধ লক্ষাধিক দর্শক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজারো দর্শকের সামনে শেন ওয়ার্ন কে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন ক্রিকেটের সাবেক তারকা নাসের হুসেন, ব্রায়ান লারা সহ আর অনেকে।