আবারও বিয়ে করছেন অভিনেত্রী তিশা
নাফিজা আক্তার
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্রের নাম সৈয়দ আজগর। রোববার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের কাছে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
সৈয়দ আজগর হাই ভোল্টেজ নামের একটি এজেন্সি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এরইমধ্যে আজগরের সঙ্গে তিশার বাগদানও সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তিশা বলেন, ‘গত ১ জানুয়ারি অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদলের কাজটি সেরে নিয়েছেন তারা।’
অভিনেত্রী আরও বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে আজগরের সঙ্গে পরিচয় হয় তিশার। প্রথম দিকে কেবল কথা-বার্তা আর ফোনে গল্প করেই তাদের সময় কেটেছে। একটা সময় তিশা বুঝতে পারেন আজগরকে তিনি ভালোবেসে ফেলেছেন। এরপরেই তাদের সম্পর্ক প্রেমের চেহেরায় রূপ নেয়।’
শোনা যায়, ছোট পর্দার এই অভিনেত্রী এর আগে দুটি বিয়ে করেছিলেন। কিন্তু একটির খবর পাওয়া গেলেও দ্বিতীয়টির খুব একটা তথ্য পাওয়া যায়নি। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হক নামের একজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাসনুভা। চার বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। এই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে।
প্রেমের বিষয়ে তিশা জানান, ‘প্রথমদিকেই আমি আমার ব্যক্তিগত জীবনের সব কথা তাকে জানাই। এরপরই আমরা দুজনে সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হয়ে যায়। পরিবারকে জানানোর পর ওরা সবাই বিষয়টিকে খুব ভালোভাবে নিয়েছে। এজন্য আমি খুব খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আগামী ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই বিয়ে করবেন তিশা ও আজগর। এরপর পরিস্থিতি বুঝে বড় আয়োজন করবেন।