আবার কবে বাংলাদেশে আসছেন ‘মানিকে মাগে হিতে’-খ্যাত গায়িকা ইয়োহানি?
জহুরা প্রিতু
‘মানিকে মাগে হিতে’-খ্যাত শিল্পী ইয়োহানি ডি সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল– এই শ্রীলঙ্কান শিল্পী। জানালেন, এরইমধ্যে বাংলাদেশে ঘুরে গেছেন তিনি। বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি জানান, বাংলাদেশে অনেক ছোট বেলায় এসেছিলেন। সেই স্মৃতি তাঁর মনে নেই। তবে, আবারও বাংলাদেশে আসতে চান তিনি। যত শিগগিরই সম্ভব আসতে চান। সম্ভব হলে আগামী দুই বছরের মধ্যে।
‘মানিকে মাগে হিতে’ গানটি যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা জানেন ইয়োহানি। ভিডিও সাক্ষাৎকারে সে কথাও অকপটে বলেছেন। বাংলাদেশের প্রতি ভালোবাসার অংশ হিসেবে বাংলা ভাষায় গান করারও ইচ্ছা আছে তাঁর। জানালেন, তিনি নতুন কিছু করতে ভালোবাসেন। যদি বাংলা ভাষা শিখতে পারেন, তাহলে অবশ্যই বাংলায় গান গাইবেন।
ইয়োহানি ডি সিলভার বয়স এখন ২৮ বছর। তিনি গান লেখেন, সুর করেন এবং কণ্ঠ দেন। নিজের দেশ শ্রীলঙ্কাতেও বেশ জনপ্রিয়। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গানও ভাইরাল হয় ফেসবুকে।
এই গায়িকা ইউটিউবে বেশ জনপ্রিয়। তাঁর এই জনপ্রিয়তা বেশ কয়েক বছর আগে থেকেই। বহুমুখী প্রতিভার অধিকারী ইয়োহানির রয়েছে বাদ্যযন্ত্রের ব্যবসাও। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন তিনি। স্থানীয় বাদ্যযন্ত্র রপ্তানি করেন বিভিন্ন দেশে।
ইয়োহানি শ্রীলঙ্কায় জনপ্রিয় ছিলেন। তবে‘মানিকে মাগে হিতে’ গানটি তাকে নিজের দেশের বাইরেও তারকাখ্যাতি এনে দিয়েছে। শ্রীলংকায় এখন তাকে ‘র্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে। হু হু করে বাড়ছে তার ফলোয়ার। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে ইউটিউবে।
‘মানিকে মাগে হিতে’ বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল। গানটি এতদিনে শুনেননি এমন মানুষ কম। তবে গানটির অর্থ জানেন না অনেকেই। কোন ভাষার গান এটি- তাও অনেকে হয়তো জানেন না। তবুও গানের ভিডিওতে মজেছেন বহু মানুষ, শেয়ার করেছেন নিজের ওয়ালে।
শুধু বাংলাদেশে নয় ভারত, পাকিস্তানসহ আরও অনেক দেশে ভাইরাল গানটি। মূলত গায়িকার গায়কীর জন্যই গানটি ভাইরাল বলে অনেকে বলছেন। রাতারাতি আলোচনায় এসেছেন এই গানের শিল্পী, হয়ে উঠেছেন স্টার।