আনুশকাকে বিয়ে করা উচিত হয়নি কোহলির: শোয়েব
রাকিবুল ইসলাম
টানা দুই বছরেরও বেশি সময় ধরে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। অথচ একটা সময়ে এটা ভাবাও যেত না! সেই তিনি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন। সম্প্রতি দলের অধিনায়কের পদ থেকেও সরে যেতে হয়েছে তাকে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ হারের পর সাদা পোশাকের নেতৃত্বও ছাড়তে হয় কোহলিকে। এরপরও তার ব্যাটে সেঞ্চুরির দেখা নেই।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের ফর্মহীনতা নাকি বিয়ের কারণে! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। তিনি মনে করেন, কোহলির বিয়ে করা ঠিক হয়নি।
২০১৭ সালে দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। সে সময় ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। গত বছর তাদের ঘরে এসেছে একমাত্র কন্যা ভামিকা। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব মনে করেন, জনপ্রিয়তা এবং ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় কোহলির বিয়ে করা উচিত হয়নি! যার প্রভাব খারাপভাবে পড়েছে তার খেলায়।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘সন্তান-পরিবার ইত্যাদি মিলিয়ে একটা চাপ থাকে। দায়িত্ব যত বাড়ে, চাপও তত বাড়ে। ক্রিকেটারদের ১৪-১৫ বছরের ক্যারিয়ার প্ল্যান থাকা উচিত এর মধ্যে ৫-৬ বছর আপনি থাকবেন সাফল্যের একদম চূড়ায়। বিরাট কোহলির সেসব দিন গেছে, এখন তাকে লড়াই করতে হবে।’
পাকিস্তানের একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শোয়েব আরও বলেন, ‘কোহলির অবনতির পেছনে দায়ী আনুশকা। আমি যদি কোহলির জায়গায় থাকতাম তাহলে বিয়ে করতাম না। কারণ আমি তখন রানের মধ্যে আছি এবং ক্রিকেটটা উপভোগ করছি।’
ক্রিকেটে এমন ১০-১২ বছর সময় থাকে। যা আর কখনও ফেরত আসে না জানিয়ে শোয়েব বলেন, ‘আমি বলছি না বিয়ে করা ভুল। তবে আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন আপনার নিজের উপভোগ করার মতো সময় খুবই অল্প। ভক্তরা কোহলির নামে পাগল। তাকে অবশ্যই এই ভালোবাসা ধরে রাখতে হতো, যা গত ২০ বছর ধরে পাচ্ছে।’
শোয়েব আরও বলেন, কেউ যদি দলের অধিনায়ক হয় তাহলে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পরেই তার বিয়ে করা উচিত। কারণ অধিনায়ক থাকাকালে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। আমিও অধিনায়কত্ব ছাড়ার পরেই বিয়ে করেছিলাম। এখন কোহলিকে সংগ্রাম করতে হচ্ছে। তবে, আমি চাই, সে রানে ফিরুক।’