অবশেষে আত্মজীবনী লেখা শেষ করলেন আবুল হায়াত
দীর্ঘ দশ বছর পর অবশেষে নিজের জীবনী লেখা শেষ করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। ছয় দশকের শিল্পীজীবনে এ অভিনেতা উপহার দিয়েছেন অনেক কাজ। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণ চলেছে একসঙ্গে। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি।
বরং অভিনয়ের জন্য ছেড়েছেন লোভনীয় সব চাকরি। শিল্পীর জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার তুলে ধরা হয়েছে একটি মলাটে। দশ বছর আগে শুরু করে সম্প্রতি শেষ করা এ বইয়ের নাম দিয়েছেন ‘রবি পথ’।
আবুল হায়াত জানান, তার ডাকনাম রবি। সেখান থেকেই বইয়ের নাম ‘রবি পথ’ রেখেছেন। যে গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াত তৈরি হওয়ার পুরোটা পথ। বর্তমানে চলছে প্রচ্ছদ অলংকরণ। আর সেটির দায়িত্ব নিয়েছেন অভিনেতার মেয়ে অভিনেত্রী ও চিত্রকর বিপাশা হায়াত।