তামিমকে কৃতজ্ঞতা জানালেন তাসকিন
সাদাকালো নিউজ
বলা নেই কওয়া নেই হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন বৃহস্পতিবার। তার আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এমন বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই।
ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় দলের অনেক ক্রিকেটার ব্যথিত হয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের অবসরকে কেন্দ্র করে লিখতেও শুরু করেছেন।
যেমন ফেসবুকে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে জার্নিটা অনেক লম্বা। একসঙ্গে অনেক মুহূর্ত আর স্মৃতি আছে জমা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ—আমাদের যত ধরনের সাপোর্ট দিয়েছেন সেটা অধিনায়ক হিসেবে এবং ভাই হিসেবে দিয়েছেন। আমরা আপনাকে মিস করবো তামিম ভাই।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেনও ব্যথিত তামিমের বিদায়ে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনও ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সবসময় ভাই …।’
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। আপনাকে সবসময় মিস করবো তামিম ভাই।’