‘AAA’ ক্রেডিট রেটিং লাভ করল ইবিএল
সাদাকালো নিউজ
বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ প্রদান করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব)। ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক অবস্থাসহ অন্যান্য গুণগত ও সংখ্যাগত তথ্য-উপাত্তের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। ইবিএল প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে এই ‘এএএ’ ক্রেডিট রেটিং এবং স্বল্প মেয়াদে স্থিতিশীল আউটলুকসহ ‘এসটি-১’ রেটিং লাভ করেছে। ‘এএএ’ ক্র্যাব কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ ক্রেডিট রেটিং।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের একটি মুহূর্ত, ক্রেডিট যোগ্যতার উন্নতিকল্পে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি এই রেটিং।’ ক্র্যাবের মতে, ‘এএএ’ রেটিংপ্রাপ্ত ইবিএল তার আর্থিক প্রতিশ্রুতি পূরণে পুরোপুরিভাবে সক্ষম। বিজ্ঞপ্তি