কে এই প্লাবন ঘোষ ?
খুলনার এক সময়ের তুমুল সমালোচিত এরশাদ শিকদারের ২২ বছর বয়সী মেয়ে জান্নাতুল নওরিন এশার ঘটনায় অবশেষে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে প্রধান অভিযুক্ত করা হয়েছে প্রেমিক প্লাবন ঘোষকে।
পুলিশ বলছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে এশার ঘটনা তদন্ত করা হয়েছে। এরপরি তাঁরা নিশ্চিত হয়েছেন প্লাবনের প্ররোচনার বিষয়ে। এছাড়া এশার ময়নাতদন্ত রিপোর্টও হাতে পেয়েছে পুলিশ। রিপোর্টে এশার দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এশা নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন শুধু সিআইডির পর্যবেক্ষণের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। সেটি হাতে পেলেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।
জানা গেছে, এশার প্রেমিক প্লাবন ঘোষের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। এশার মায়ের দাবি, প্লাবনের বাবা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। প্লাবন ঘোষের সঙ্গে প্রায় আট মাস ধরে সম্পর্ক ছিল এশার। প্রভাবশালী ব্যবসায়ীর সন্তান হওয়ায় ইচ্ছাকৃতভাবে তাঁকে ধরেনি পুলিশ। গড়িমসির কারণে আদালত থেকে জামিন নিয়ে সে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ঘটনার ৮ মাস আগে প্লাবনের সঙ্গে এশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্লাবন হিন্দু ধর্মের হওয়ায় দুই পরিবারের কেউই তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। এজন্য বিয়েও হয়নি। এসব নিয়ে প্লাবনের সঙ্গে প্রায়ই এশার ঝগড়া হতো।
ঘটনার দিনও এশার সঙ্গে প্লাবনের ঝগড়া হয়। এ কারণে এশা তাঁর দুই হাতে আঘাত করে প্রেমিককে ভিডিও কল দেয়। তাতেও প্লাবন বিয়েতে রাজি না হয়ে উল্টো বিবাদে জড়ায়। একপর্যায়ে তাঁকে ভিডিওকলে রেখেই নিজেকে শেষ করে দেন এশা। জান্নাতুল নওরীন এশার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোড এলাকায়। এশার মা সানজিদা আক্তার শোভা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। এরশাদ-সানজিদা দম্পত্তির একমাত্র মেয়ে এশা।
এশা ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর কোথাও ভর্তি হননি। সূত্র বলছে, পড়াশোনা বেশিদূর না এগুলেও টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি প্রায়ই নতুন বন্ধু-বান্ধব নিয়ে বাসায় আসতেন এশা।
সাদাকালো নিউজ