করোনায় মৃত্যু এক, শনাক্ত ১৩১৯
সাদাকালো নিউজ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু এবং এক হাজার ৩১৯ জন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে গতকাল (বুধবার) একজনের মৃত্যু এবং এক হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।