গান ভাইরাল হলেও আড়ালে রয়ে গেছেন শিল্পী
সাদাকালো নিউজ
অনলাইন জগতে ঢুকলেই আজকাল প্রায়ই একটি গান শোনা যায়, ‘বাবা মানে হাজার বিকেল, আমার ছেলেবেলা/ বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।’ এই গানের মূল কারিগর রংপুরের মেয়ে তাসনীম সাদিয়া। তিনি গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠও দিয়েছেন। তবে তিনি রয়ে গেছেন আড়ালে।
তাসনীমের গান কাভার করে তারকা বনে গেছেন শিশুশিল্পী জায়মা নূর। তাঁর গাওয়া বাবা নিয়ে গানটি ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটি ইউটিউব চ্যানেল থেকেই এক বছরে গানটি ভিউ হয়েছে প্রায় ৯ কোটি।
অন্যদিকে গানের ভিডিওতে ক্রেডিট না দেয়ায় কষ্ট পেয়েছেন তাসনীম। দেশের একটি গণমাধ্যমকে তিনি জানান, গানটির ভিডিও এবং কাভার করার জন্য তাঁর অনুমতি কেউ নেয়নি। এমনকি তাঁর ক্রেডিট পর্যন্ত দেয়নি। এতে তিনি ভীষণ ব্যথিত হয়েছেন।
ছোটবেলা থেকে রংপুর বেতারে গান গাইতেন তাসনীম। একাডেমিক পড়ালেখার অধ্যায় শেষ করে ঢাকায় পরিচিত এক গীতিকবির কাছে মৌলিক গান চাইলেন। সেই গীতিকবি অগ্রিম টাকা চেয়ে বসলেন। সবে পড়ালেখা শেষ করেছেন, এই মুহূর্তে টাকা পাবেন কোথায়? তাই মনের দুঃখে বনে না গিয়ে ঘরে বসে গান লেখার চেষ্টা শুরু করলেন তিনি।
অবশেষে নিজের লেখা গানে কণ্ঠ দেন তাসনীম সাদিয়া। ‘বন্ধু তোকে বলছি’ শিরোনামে ২০১৫ সালে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গান লেখার ঝোঁক আরও বেড়ে যায় তাঁর।