
সীতাকুণ্ডে আগুনে দগ্ধ হওয়ার পর করোনায় আক্রান্ত খালেদুর
সাদাকালো নিউজ
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন খালেদুর রহমান (৬০)। আবার সেই চিকিৎসাধীন অবস্থাতেই করোনায় আক্রাক্ত হলেন তিনি।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর। পরে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে খালেদুরকে সোমবার (৬ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়।
মঙ্গলবার (৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, “খালেদুরের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছ”। আবার এদিকে করোনা শনাক্ত হওয়ায় র্পযবেক্ষনে আছেন তিনি।
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ মোট নিহত হয়েছেন ৪১ জন।