বিয়ের ১ সপ্তাহ পর সুখবর পেলেন প্রসূন আজাদ
ওবায়দুল শেখ:
লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। গত ৩১ জুলাই দীর্ঘ দিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে দাম্পত্য জীবনের সূচনা করেন। দিন কেটে যাচ্ছে চোখের পলকে।
বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই খুশির খবর পেলেন অভিনেত্রী প্রসূন আজাদ। তা জানালেনও বেশ জোরেশোরে।
কেনই বা খুশি হবেন না,মানুষের বউ ভাগ্য বলে একটা কথা আছে। তার তো জামাই ভাগ্য! তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রটি ছাড়পত্র পেয়েছে সেন্সরবোর্ডে। এটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।
চলচ্চিত্রটি অনেকদিনই আটকে ছিল সেন্সরবোর্ডে। বহু প্রতীক্ষার পর ছাড়পত্র পেয়ে খুশি নির্মাতা রাশিদ পলাশ।
চলচ্চিত্রটির পরিচালক পলাশ বলছেন, ‘এটা একটা যুদ্ধ ছিলো আমাদের জন্য। পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং হয়েছে। পুরো টিমের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনভাবেই এ অসাধ্য সাধন সম্ভব হতো না। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে একটা ভালো দিনে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ছবিটি।
গত ১১ই মার্চ ‘পদ্মাপুরাণ’ এর ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়। সেই গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তার সেসব সংলাপে নেটদুনিয়ায় আলোচনার ঝড় উঠেছিলো।
পুণ্য ফিল্মসের প্রযোজনায় প্রসূন আজাদ ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সূচনা সিকদার, রেশমীসহ অনেকে।
রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির চিত্রগ্রহণে ছিলেন রায়হান রশিদ জুয়েল, আর্ট ডিরেকশনে সুশান্ত, পোশাক পরিচ্ছদে ওয়াসিফ আহমেদ, হেড অব ক্রিয়েটিভ রয় সন্দীপ মিঠু, সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব আর সম্পাদনায় আশরাফুল আলম ।