ফেসবুকে প্রেম, দেশ-ধর্ম ছেড়ে গাজীপুরে এসে বিয়ে!
সাদাকালো
প্রেমের টানে সাত সাগর আর তেরো নদী পাড়ি দেয়ার কাহিনি সবারই জানা। এই গল্পগুলো মাঝেমধ্যেই বাস্তব হতে দেখা যায় আমাদের চারপাশে। যেমনটা ঘটেছে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকায়। ভালোবাসার টানে সেখানে ছুটে এসেছেন আমেরিকার যুবক রাইয়ান কফম্যান।
গত ২৯ মে রাইয়ান বাংলাদেশে আসেন। এরপর দুই পরিবারের সম্মতিতে গেল বুধবার গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
ভিনদেশি এই জামাইকে সানন্দে গ্রহণ করে নেয় সাইদার পরিবার। সাইদার নানা মোশারফ হোসেন মাস্টার গণমাধ্যমকে বলেন, ‘আমরা আনন্দিত। নাতনি এবং নাতি জামাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
রাইয়ানের সঙ্গে পরিচয় কিভাবে এমন প্রশ্নের উত্তরে সাইদা জানান, ২০২১ সালে এপ্রিলে ফেসবুকের মাধ্যমে রাইয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা নিজেদের ফোন নম্বর ও ফেইসবুক আইডি বিনিময় করেন। এরপর থেকে তাঁদের নিয়মিত যোগাযোগ হতে শুরু করে। এক পর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। রাইয়ান বিয়ে করার জন্য তাঁর দেশেই খ্রিস্টানধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শেষে দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সাইদার স্বজন ও বাংলাদেশিদের বিষয়ে অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে রাইয়ান বলেন, ‘বাঙালিরা খুবই অতিথি পরায়ণ। আমেরিকায় অচেনাদের সঙ্গে কেউ খুব একটা কথা বলে না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি আমার প্রতি সবাই খুবই আন্তরিক।’