শেষ রক্ষা করতে পারবেন তো মুশফিক-লিটন?
সাদাকালো নিউজ
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে সামনে থেকে লিড দিয়ে বড় স্কোরের উপহার দিয়েছিলেন দুই টাইগার ব্যাটার মুশফিক-লিটন। চতুর্থ দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দল। ক্রিজে থেকে দিন শেষ করেন সেই মুশফিক-লিটন। এবার শেষ রক্ষা করতে পারবেন তো এই দুই ব্যাটার?
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে ৫০৬ রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করে সফররত শ্রীলঙ্কা। ফলে ১৪১ রানের লিড নেয় লঙ্কানরা। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৩৪ রান। ফলে এখনও ১০৭ রানে পিছিয়ে টাইগাররা।
এর আগে ৫ উইকেটে ২৮২ রানে দিন শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জোলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। লঙ্কানদের এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ১৯৯ রানের জুটি।
এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২১৯ বলে ১১টি চার এবং একটি ছয়ের মাধ্যমে ১২৪ রানের ইনিংস খেলে আউট হন। পরে ম্যাথিউসের সঙ্গ দিতে পারেননি কেউই। ৯ রানে দিকভেলা, ১০ রানে রমেশ মেন্ডিস, শূন্যরানে জয়াবিক্রমা ও ২ রানে আসিথা ফার্নান্দো আউট হন।