৮ বছর চাকরির পর অবসর নিল কুকুর!
রাকিবুল ইসলাম
কথায় আছে, কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী আর দুটি নেই। যে কোনও বিপদে তাঁরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায়। সেটা বাড়িই হোক কিংবা অন্য কোন ময়দান। সম্প্রতি এমনই এক কুকরকে শেষ বিদায় জানিয়েছে জর্জিয়া পুলিশ।
কুকুরটি নাম রিও। টানা ৮ বছর জর্জিয়া পুলিশকে সার্ভিস দেয়ার পর অবসর নিয়েছে রিও। সবাই তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে রিওর বিশেষ খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ট্রেইনারকেও।
কিছুদিন আগে ‘ডগ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যাঁর ক্যাপশন ছিলো, ‘তোমার পরিষেবার জন্য তোমাকে ধন্যবাদ রিও’।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ১০ লাখ ভিউ এবং ১ লাখেরও বেশি লাইক পেয়েছে। রিও নামের বিশ্বস্ত ও দায়িত্বশীল কুকুরটির জন্য শুভকামনা জানিয়ে আন্তরিক মন্তব্যও করছেন সবাই।
কুকুররা তাঁদের আনুগত্যের জন্য স্বীকৃত। কুকুরের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি অপরাধীদের অনুসন্ধান করে চিহ্নিত করতে খুবই কার্যকর। এ ব্যাপারে তাঁদের থেকে উপযোগী প্রাণী পাওয়া এক কথায় অসম্ভব।
বহুদিন ধরে কুকুরদের প্রশিক্ষণ দেয়া হয়। যাতে তাঁরা তাঁদের শক্তির সম্পূর্ণ ও যথাযথ ব্যবহার করতে পারে। রিও’কেউ ঠিক একইভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিলো।
সেসব কুকুর কেন্দ্রীয় বাহিনী থেকে অবসর নেয় তাঁদের সাধারণত অলাভজনক গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়। সেখানে তাঁদের একটি অবসর গৃহে রাখা হয়।