দৌলতদিয়াতে বেড়েছে পণ্যবাহী ট্রাকের চাপ
সাদাকালো নিউজ
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কমলেও বেড়েছে পণ্যবাহী ট্রাকের চাপ। ফলে মহাসড়কে প্রায় সাত কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের কুষ্টিয়ামুখী আঞ্চলিক সড়কের এ ম ন চিত্র দেখা গেছে। এরমধ্যে যাত্রীবাহী বাস, পচনশীল ও অপচনশীন পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনা কমেছে ঢাকামুখী যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ।
এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মধ্যরাতে এসে এখনো ফেরির দেখা পাননি যাত্রী ও চালকরা। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন বাসে থাকা নারী, শিশু ও বৃদ্ধরা। দুপুর পর্যন্ত যাত্রীবাহী বাসের চাপ স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিটি যানবাহনকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা।
অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষার পরও ফেরিতে উঠতে না পারায় পচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা পড়েছেন বিপাকে। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ সময় তরমুজবাহী একটি ট্রাক থেকে পানিও পড়তে দেখা যায়।