পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
চলমান অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেশটির প্রেসিডেন্ট সম্পর্কে ভাই গোতাবায়া রাজাপক্ষের অনুরোধেই তিনি পদত্যাগে রাজি হয়েছেন বলে জানা গেছে।
অব্যাহত বিক্ষোভের মধ্যে পরিস্থিতি সামলাতে শুক্রবার রাতে দ্বিতীয় দফার জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পদত্যাগের কথা এলো।
‘কলম্বো পেজ’-এর এক প্রতিবেদন বলছে, প্রেসিডেন্টের বাড়িতে গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মাহিন্দা পদত্যাগ করতে রাজি হয়েছেন। শ্রীলঙ্কার মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে, চলমান আর্থিক সংকট সামাল না দিতে পারার কারণে তিনি পদত্যাগ করছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হবে।
মাহিন্দা রাজাপক্ষে বলেছিলেন, যদি তার পদত্যাগই শ্রীলঙ্কার অব্যাহত আর্থিক সংকটের একমাত্র সমাধান হয়ে থাকে, তাহলে তিনি তা করতে রাজি আছেন।