৩০০ টাকা নিয়ে ঘরছাড়া যশ আজ ৭৫০ কোটির গেমচেঞ্জার!
রাকিবুল ইসলাম
ছোটবেলা থেকেই সুপারস্টার হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে। নায়ক হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মাত্র ১২ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। মাত্র ৩০০ টাকা নিয়েই বলিউডে পথচলা শুরু করেছিলেন। অথচ আজ তারই সিনেমা বক্স অফিসে ৭৫০ কোটির ব্যবসা করছে।
নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। চোখে স্বপ্ন ছিল হিরো হওয়ার। আর সেই স্বপ্নকে ধাওয়া করেই বাড়ি ছেড়েছিলেন যশ। সেই সময় তাঁর পকেটে ছিল মাত্র ৩০০ টাকা। তখন অবশ্য তাঁর নাম ছিল নবীন কুমার গৌঢ়া। বাবা ছিলেন বাসের কন্ডাকটর আর মা গৃহবধূ।
ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর। আজ যে সাফল্য পেয়েছেন তা নিজের পরিশ্রমে। একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, মাইসুর এলাকার বাসিন্দা তিনি। হাসান গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বেড়ে ওঠাও সেখানেই। তাঁদের পরিবারকে একটা সময় অর্থকষ্টে ভুগতে হয়েছে।
অভিনেতা সবসময়ই নিজের উপর বিশ্বাস রেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময়ই অভিনেতা হতে চাইতাম বললে ভুল বলা হয়। আমি সুপারস্টার হতে চাইতাম। কখনও ভাবিনি যে অভিনয় এতটা কঠিন কাজ। ছাত্রাবস্থা থেকেই শিক্ষকরা আমাকে ‘হিরো’ বলে ডাকতেন।
একসময় কষ্ট করা যশের সম্পত্তির পরিমাণ এখন ৫০ কোটি টাকা। জানা গেছে, প্রতিটি ছবির জন্য ২ কোটি চার্জ করেন যশ। প্রতিমাসে তাঁর আয় গড়ে ৫০ লাখ টাকা। বার্ষিক আয় ৫ কোটির কাছাকাছি।