যেভাবে দিন কাটছে কুলসুম-সম্মেহেরের বড় ভাই সিরাজের
রাকিবুল ইসলাম
৪৫ বছর পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে সম্প্রতি সুদূর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন দুই বোন কুলসুম আর সম্মেহের। বিদেশ-বিভূঁইয়ে পরিবারের জন্য মন কাঁদলেও স্বচ্ছলতা আসে এই দুই বোনের জীবনে। কিন্তু বাংলাদেশে তাঁদের বড় ভাই মোহাম্মদ সিরাজের দিন কাটছে অস্বচ্ছলতায়।
গত ১৪ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় গিয়ে দেখা যায় দোকানে বসে চা বিক্রি করছেন মোহাম্মদ সিরাজ। জানালেন ১৯৭৭ সালে মায়ের হাত ধরে ভোলা থেকে ঢাকায় পারি জমানোর পর সংসারের হাল ধরতে কাজে নামতে হয় তাঁর।
বিভিন্ন মুদি দোকানে সহযোগী হিসেবে কাজও করেন কয়েক বছর। এরপর জমানো টাকায় গ্রামের বাড়িতে একটি দোকান দেন সিরাজ। এক পর্যায়ে সেই দোকান বিক্রি করে আবারও ঢাকায় পারি জমান।
মাঝে বিয়ের পর অবস্থার কিছুটা উন্নতি হয়। রিক্সা কিনে ভাড়া খাটান এবং নিজে শুরু করেন চায়ের দোকান। একে একে সংসারে আসে পাঁচ সন্তান। ছেলেমেয়েদের বড় করতে গিয়ে আবারও অস্বচ্ছলতায় ডুবেন সিরাজ। বিক্রি করে দেন রিক্সাগুলো। এমনকি নিজের মালিকানায় থাকা দোকান বেচে দিয়ে ব্যবসা শুরু করেন ভাড়া নিয়ে।
এরইমধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলেও থাকেন আলাদা। কাজ করেন একটি হাসপাতালে সহকারী হিসেবে। এই মুহূর্তে স্ত্রী আর ছোট মেয়েকে নিয়েই সিরাজের সংসার। থাকেন এক রুমের এই বাসায়।