মুখর চারুকলা, মঙ্গল কামনার প্রস্তুতি
রাকিবুল ইসলাম
করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর স্তব্ধ ছিল গোটা বিশ্ব। এর রাহুমুক্ত হয়ে এখনো স্বাভাবিক হয়ে উঠেনি জনজীবন। এরইমধ্যে দরজায় কড়া নাড়ছে ১ হাজার ৪২৯ বঙ্গাব্দ। ক’দিন পরই পয়লা বৈশাখ উদযাপনের মাধ্যমে বরণ করে নেয়া হবে বাংলা নববর্ষ।
করোনার সংক্রমণের কারণে গেল ১ হাজার ৪২৭ বঙ্গাব্দের পয়লা বৈশাখে সবাই ছিলেন ঘরবন্দি। পরের বছর মঙ্গল শোভাযাত্রা বের হলেও, তা ছিল একেবারেই সীমিত পরিসরে। সাধারণ মানুষের জন্য ছিল না কোন উন্মুক্ত আয়োজন।
তবে, দুই বছরের বিরতি ভেঙে এবার ফের মঙ্গল শোভাযাত্রা ফিরবে চিরচেনা রূপে। তাইতো সেই শোভাযাত্রার জন্য সরঞ্জাম প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।
সাজ সাজ রব বলতে যা বোঝায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণের পরিবেশ এখন ঠিক তাই। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা এখন বেশ ব্যস্ত। গভীর মনোযোগে কেউ আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়, কেউ কেউ বানাচ্ছেন বাহারি মুখোশ।
এদিকে পয়লা বৈশাখে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এদিন বিকেল ৫টার পর ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।