দীর্ঘ ২৪ বছর কোথায় ছিলেন আশিষ রায় চৌধুরী?
সাদাকালো নিউজ
অবশেষে ধরা পড়লেন বনানীর ট্রামস ক্লাব-কাণ্ডের মূল অভিযুক্ত আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ট্রামস ক্লাবে শেষ করে দেয়া হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে।
এ ঘটনায় দেয়া অভিযোগপত্রে প্রথমেই রয়েছে বোতল চৌধুরীর নাম। কিন্তু গত দুই যুগ ধরে এই ব্যক্তি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। যদিও শেষ রক্ষা হলো না।
মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসায় অভিযান চালিয়ে বোতল চৌধুরীকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব। এসময় তাঁর সঙ্গে থাকা দুই সহযোগীকেও ধরে র্যাব। একইসঙ্গে বোতল চৌধুরীর হেফাজত থেকে বিপুল পরিমান রঙিন পানীয়ের বোতলও জব্দ করা হয়।
সোহেল চৌধুরীকাণ্ডে আইনের চোখে ফেরারি ছিলেন বোতল চৌধুরী। কিন্তু বাস্তবে তিনি দেশ-বিদেশে দেদারছে ঘুরে বেড়াতেন। বেশিরভাগ সময় থাকতেন প্রভাবশালীদের সংস্পর্শে।
র্যাবের অভিযানে পাওয়া তথ্য বলছে, ২৪ বছর ধরে সবার চোখের সামনে দিয়েই নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন আশিষ চৌধুরী বোতল। দেশের বিমানবন্দরগুলোতে ছিল তার অবাধ যাতায়াত। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের বড় পদে ছিলেন।
সবশেষ একটি সনামধন্য এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার- সিওও হিসেবে বিমানবন্দরের ভেতরে নিয়মিত যাতায়াত করতেন আশিষ। বিমানবন্দরে প্রবেশের ডিউটি পাস রয়েছে তার কাছে। আর এই সুবিধা নিয়ে প্রভাবশালী ও রাজনীতিবিদসহ ভিআইপিদের বিমানবন্দরে সেবা দিতেন তিনি। আর এভাবেই ভিআইপিদের সংস্পর্শে থাকতেন আশিষ।