লালমাটিয়া শাহী মসজিদের জানা-অজানা তথ্য
রাকিবুল ইসলাম
বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই সাদাকালো নিউজের আয়োজন। আজকের ভিডিওটিতে থাকছে লালমাটিয়া শাহী মসজিদ।
১৬৬৫ সালে তৎকালীন বাংলার সুবেদার শায়েস্তা খাঁ এই মসজিদ প্রতিষ্ঠা করেন। লালমাটিয়া বিবির মসজিদ নামেও প্রসিদ্ধ এটি। ধারণা করা হয়, সায়রা বিবি নামে কথিত এক শাহজাদী বা বেগমের ইচ্ছা অনুযায়ী মসজিদটি নির্মাণ করা হয়, সে থেকেই মসজিদটি বিবির মসজিদ পরিচয় লাভ করে।
মসজিদের বৃহদাকার গম্বুজাকৃতির ছাদটি ২৭ বর্গফুট প্রকোষ্ঠের ওপর অষ্টকোণ চৌকির ভিত্তির ওপর স্থাপিত। ছাদের চারপাশে রয়েছে ৬টি মিনার । মসজিদের ভেতরে রয়েছে ৪০০ বছর পুরনো একটি দান বাক্স।
শাহী মসজিদে নামাজ পড়তে আসেন স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শাহী মসজিদে থাকে বিশেষ ইবাদাত ও ইফতারের ব্যবস্থা।
বর্তমানে শাহী মসজিদে একসঙ্গে ৬ থেকে ৮ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জুম্মা ও অন্যান্য বিশেষ দিনে মসজিদ প্রাঙ্গন ভরে উঠে মুসল্লিদের পদচারণায়।