ইমরান খান ক্ষমতাচ্যুত হলে কে হবেন প্রধানমন্ত্রী?
নাফিজা আক্তার
পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদকাল পূর্ণ করতে পারেননি। এদের মধ্যে কেউ হয়েছেন বরখাস্ত, আবার কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেই পূর্বসূরিদের পরিণতির মুখোমুখি এবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রীর গদি নিয়ে টালমাটাল অবস্থায় আছেন ইমরান খান। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। ঘোরতর এই বিপদের দিনে একে একে সব সহযোগীরা তাঁকে ছেড়ে যাচ্ছেন। হাত মেলাচ্ছেন সরকারের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে গড়ে ওঠা বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে।
ঠিক এই সময়ে প্রশ্ন উঠেছে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। এমনটা ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো।
শাহবাজ শরীফ বর্তমানে পাকিস্তান মুসলিম লীগের সভাপতি। এছাড়া সংসদের বিরোধী জটের প্রধান। তিনি পাঞ্জাব প্রদেশে তিনবারের মুখ্যমন্ত্রীও ছিলেন।
এদিকে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের পার্লামেন্টে শুরু হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক। যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এদিন স্থানীয় সময় দুপুর নাগাদ সংসদে বসবে বিশেষ অধিবেশন।
দুই দলে ১২ সংসদ সদস্যের সমর্থন হারিয়ে পার্লামেন্টে ইমরানের জোটের আসন এখন ১৬৪। অন্যদিকে বিরোধী শিবিরে সংসদ সদস্যের সংখ্যা ১৭৭। যেখানে সরকার উৎখাতে প্রয়োজন ১৭২ জনের সমর্থন। এমনকি পিটিআই থেকেও সংসদ সদস্য ভাগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত আছে।