ফের চর্চায় ইমরান-রেখার প্রেম!
নাফিজা আক্তার
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সাড়ে ৩ বছর না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখে পড়েছেন ইমরান খান। বিরোধীদের চাপ ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠেছে পার্লামেন্টে। ভোটে হারলে পতন হবে তার সরকারের। চারদিক দিয়ে যখন বেশ চাপের মুখে ইমরান তখনই ফের আলোচনায় তাঁর প্রেম-বিয়ের সম্পর্ক নিয়ে।
ইমরান খানের নারীসঙ্গ নিয়ে সবসময়ই আলাপ হয়েছে। তরুণ বয়সে ইমরান খান যখন পাকিস্তান দলের অধিনায়ক তার আশপাশে সুন্দরীদের ভিড় লেগেই থাকত। ইমরান খানকে জড়িয়ে যে নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী রেখা। আজ দু’জনের ঠিকানা দু’পথে চলে গেলেও তারা হতে পারতেন ‘স্টার কাপল।
অতীতে ভারত পাকিস্তানের মধ্যে প্রায়শই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হতো। ফলে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যাতায়াতও হতো। সেই সুবাদে বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র তৈরি হয়। ঠিক এই সময় ইমরান খান বলিউডের সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। যা নিয়ে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে লেখা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রিপোর্ট অনুযায়ী, ইমরান খান স্বীকার করেছিলেন যে তিনি রেখাকে বিয়ে করতে যাচ্ছিলেন। রেখার মা এই সম্পর্ক নিয়ে খুশি ছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছিল যে, ইমরান খান ও রেখা দুজনে মুম্বাইয়ের সি বিচে দীর্ঘক্ষণ সময়ও কাটিয়েছেন।