ইমরানের গদি বাঁচাতে স্ত্রী বুশরার জাদু!
সাদাকালো নিউজ
প্রধানমন্ত্রীর গদি নিয়ে টালমাটাল অবস্থায় আছেন ইমরান খান। সেনার সমর্থন হারিয়ে চরম বিপাকে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। এমন সময়ে স্বামীর গদি বাঁচাতে জাদুর আশ্রয় নিয়েছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সাড়ে ৩ বছর না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখে পড়েছেন ইমরান। বিরোধীদের চাপ ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠেছে পার্লামেন্টে। ভোটে হারলে পতন হবে তার সরকারের। চারদিক দিয়ে যখন বেশ চাপের মুখে ইমরান তখনই ফের আলোচনায় তার রহস্যময়ী স্ত্রী বুশরা বিবি।
স্বামীর গদি বাঁচাতে নাকি জাদুর আশ্রয় নিচ্ছেন বুশরা বিবি, এমন খবরে তোলপাড় পড়ে গেছে পাকিস্তানে। দেশটির বিরোধীদলীয় নেতা এবং প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী শাহবাজ শরিফ দাবি করেছেন, ইমরান খানের বাড়ি বানিগালায় জাদুর জন্য টনকে টন মাংস পোড়ানো হচ্ছে।
পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে, নওয়াজ শরীফের ভাই শাহবাজ আরও দাবি করেন, বুশরা বিবি নিজেকে একজন পীর হিসাবে বর্ণনা করেন এবং প্রায়ই জাদুর অনুশীলন করে থাকেন।
তিনি আরও বলেন, পাকিস্তানে মানুষ এখন অনাহারে পরপারে পাড়ি দিচ্ছে। শিশুরা দুধের জন্য আকুল হয়ে উঠছে, কিন্তু বানিগালায় জাদুর জন্য মুরগি পোড়ানো হচ্ছে। আমি একথা সম্পূর্ণ দায়িত্ব নিয়েই বলছি। এর পরেও প্রধানমন্ত্রী ইমরান রিয়াসাতে মদিনা নিয়ে বক্তব্য দিচ্ছেন।