৯ মাসে ৮ বার বউ হলেন দীঘি, স্বামী হয়নি কেউ!
নাফিজা আক্তার
শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন সবার মন। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা- ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’তে নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে।
তবে ২০২১ সালটি আরেকটি কারণে বেশি মনে থাকবে এই নায়িকার। কেননা গেলো বছর মাত্র ৯ মাসের ব্যবধানে ৮ বার বউ সেজেছিলেন তিনি! দীঘি নিজেই বিষয়টি জানিয়েছেন।
দেশের একটি গণমাধ্যমকে দীঘি বলেন, গত বছরের এপ্রিল মাসে আমি প্রথম বউ সেজেছিলাম। এরপর সর্বশেষ বউ সাজলাম গত ২১ ডিসেম্বর। তার আগের দিন আমার পরীক্ষা শেষ হয়েছিল। তাই খুব মজায় এবার বউ সাজলাম। গত ৯ মাসে এ নিয়ে মোট ৮ বার বউ সেজেছি। তবে শুট হয়েছে ৪ বার।
দীঘি বলেন, যে যাই বলুক, বউ সাজতে আমার অনেক মজা লাগে। ছোটবেলা থেকেই তো বউ সাজা দেখে আসছি। তবে নিজে সাজতে গিয়ে আরও বেশি মজা লেগেছে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার বউ সাজতে গিয়ে। কারণ এই সাজে কখনো নিজেকে দেখিনি। বউ সাজার পর নিজেই নিজেকে বারবার দেখি। আমার ভালো লাগে, আনন্দ পাই।