সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ
সাদাকালো নিউজ
অন্যরকম এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। যেখানে কোনও ফরম্যাটেই জয়ের সুখস্মৃতি নেই, সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি তামিমদের সামনে। তাও আবার প্রথম ওয়ানডে জেতার ভেন্যু সেঞ্চুরিয়নে। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দল এ সুযোগ কতটুকু কাজে লাগাতে পারে।
উইকেটে বল ওঠা-নামা করায় বাড়তি সতর্ক থাকতে হয়েছিল ব্যাটসম্যানদের। উইকেটের এমন অস্বাভাবিক আচরণে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বাংলাদেশ। তবে সেঞ্চুরিয়নের উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক। আর সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
তৃতীয় ম্যাচের আগের দিন কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে গোটা দল। তামিম ইকবালদের লক্ষ্য একটাই আরও একবার প্রোটিয়া কন্ডিশন জয় করে ইতিহাস রচনা। তবে দলের জন্য কিছুটা চিন্তার কারণ সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতা। এখন দলের গুরুত্বপূর্ণ চার ব্যাটসম্যান রান পেলেই হয়ত সেঞ্চুরিয়নে ইতিহাস গড়া সম্ভব হবে।
প্রথম ওয়ানডেতে ম্যাচে সেরা পারফরম্যান্স করলেও পারিবারিক কারনে কিছুটা বিধ্বস্ত সাকিব আল হাসান। এ অবস্থায় মাঠের লড়াইয়ে সর্বোচ্চটা দেওয়া বেশ কঠিনই। সতীর্থরাও খুব করে চাইবেন, সাকিবের জন্য হলেও ম্যাচটি জিতে আনন্দদায়ী এক পরিবেশ উপহার দিতে!