কেন গোলাপি জার্সিতে দক্ষিণ আফ্রিকা?
সাদাকালো নিউজ
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে শুক্রবার রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা।
রোববার , জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে স্বাগতিকরা। তবে আজকের ম্যাচে স্বাগতিকদের চির পরিচিত সবুজ জার্সিতে দেখা যাচ্ছে না। গোলাপি পোশাক পরে মাঠে নেমেছে প্রোটিয়ারা।
শুধু ক্রিকেটাররাই নয়, পুরো স্টেডিয়ামে লেগেছে গোলাপি রঙয়ের ছড়াছড়ি। স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গত এক দশক ধরে জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচগুলো হয়েছে ‘বার্ষিক পিঙ্ক ডে’ নামে।
২০১৩ সাল থেকে এই বিশেষ জার্সিতে ম্যাচ খেলছে প্রোটিয়ারা, এই প্রথমবার এমন দিনে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
পিঙ্ক ওয়ানডেতে প্রোটিয়ারা যতগুলো ছয়-চার মারবে তার ওপর নির্ভর করে স্পন্সরশিপের পুরো টাকা স্তন ক্যান্সারের সচেতনতা তহবিলে দেওয়া হবে।
গোলাপি জার্সিতে রহস্যময় কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠে দক্ষিণ আফ্রিকা। এ রঙের জার্সিতে খেলতে নেমে ৯ ম্যাচের সাতটিতেই জিতেছে প্রোটিয়রা। এ জার্সি পরে সর্বশেষ ম্যাচে জয়টা এসেছিল পাকিস্তানের বিপক্ষে।