বেজিকাণ্ডে শ্রাবন্তীকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
সাদাকালো
বেজিকাণ্ডে দারুণ বিপাকে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সুরক্ষা দপ্তরের লাগাতার জেরার মুখে পড়তে হচ্ছে তাকে।
১৪ মার্চ আবারও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দপ্তরে হাজিরা দেন শ্রাবন্তী। বেজিকাণ্ডে এ নিয়ে তৃতীয়বার তলব করা হয় তাকে। এদিন টানা সাড়ে ৬ ঘণ্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। জিজ্ঞাসাবাদের সময় বন্যপ্রাণী সুরক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ছবির শুটিংয়ে গিয়ে গলায় শিকল বাঁধা বেজির সঙ্গে সেলফি তুলেছিলেন শ্রাবন্তী। সেই শুটিংয়ের সময় যারা উপস্থিত ছিলেন, তাদেরও ডেকে পাঠানো হয়। গত ৮ মার্চ ও ৯ মার্চ তাদের বয়ান রেকর্ড করা হয়।
প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় পর পর দুই দিন জেরা করা হয় টলি নায়িকা শ্রাবন্তীকে। জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছে শ্রাবন্তী।
গত ৯ মার্চ রাতে বন্যপ্রাণী আইন না মানার অভিযোগে শ্রাবন্তীর গাড়ি চালক ভারত হাতিকে ধরে নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, ১৫ মার্চ আদালতে তোলা হবে গাড়ি চালক ভারতকে। পাশাপাশি শ্রাবন্তীও বিধান নগর কোর্টে হাজিরা দেবেন। সেখানে রেকর্ড করা হবে তার জবানবন্দি।
এর আগে প্রথমদিন জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের শ্রাবন্তী বলেন, ‘যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম, সেটি নিয়ে তদন্ত চলছে। ভারতের কাছ থেকেই ওই বেজিছানাকে পেয়ে আদর করছিলাম। বেজিটি যার ছিলো তিনিও শুটিং সেটে ছিলেন।’