টিকটকে জান্নাতুল এশার অনুসারী বেড়েছে দ্বিগুণেরও বেশি!
নাফিজা আক্তার
হাল আমলের ছোট ভিডিও নির্মাণের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন জান্নাতুল নওরীন এশা। টিকটকার হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। এমনকি বাংলাদেশি জনপ্রিয় টিকটকারদের মধ্যেও একজন ছিলেন এশা।
টিকটকে এশার জনপ্রিয়তার প্রমাণ মেলে তাঁর অনুসারীর সংখ্যায়। প্রায় সোয়া পাঁচ লাখ অনুসারী ছিলো এশার। টিকটকে অবস্থান পাকা করতে বেশ পরিশ্রম করতেন এশা। মূলত অন্যের গানে লিপ ও বডি মিলিয়ে কাভার করতেন তিনি।
মোট ৭৮৩টি ছোট ভিডিও রয়েছে এশার টিকটক একাউন্টে। এগুলোতে অনুসারীদের বেশিরভাগই লাভ রিঅ্যাক্ট দিতেন। টিকটক র্যাংকিংয়ে এশার অবস্থান ৬৯ হাজার ৭৮১। তবে গত ৩০ দিন টিকটক একাউন্টে এশা নতুন কোন ভিডিও আপলোড করেননি।
সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম — ইনস্ট্রাগ্রাম, টুইটার, এমনকি ইউটিউবেওই সক্রিয় ছিলেন এশা। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৬৫০ জন।
এদিকে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে হু হু করে বেড়েছে এশার অনুসারীর সংখ্যা। মাত্র ১০ দিনের মাথায় এশার টিকটকে ফলোয়ার ছাড়িয়েছে এক মিলিয়নের ঘর। এই মুহুর্তে তাঁর টিকটক একাউন্টে অনুসারীর সংখ্যা ১১ লাখেরও বেশি। আর ইউটিউবেও তাঁর সবস্ক্রাইবার বেড়ে ১ হাজার ১শ ছাড়িয়েছে।
এশার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়া। শেষ পর্যন্ত তা না হতে পারলেও, এই মুহূর্তে টিকটকে এশার অনুসারীর সংখ্যা বিবেচনায় সে একজন স্টার এটা বলায় যায়। কিন্তু, আফসোস, নিজের এসব অর্জন দেখে যেতে পারলেন না এশা।