১০ দিনেও ধরা পড়েনি এশার প্রেমিক প্লাবন ঘোষ!
নাফিজা আক্তার
গত ৪ঠা মার্চ, শুক্রবার ভোরে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে জান্নাতুল নওরীন এশা নামে এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবার। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান এশা আর নেই। শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের ৯/সি/২ নম্বর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন এই ২২ বছরের তরুণী। সেখানেই নিজেকে নিজে শেষ করে দেন তিনি।
জানা যায়, জান্নাতুল নওরীন এশা এক সময়ের তুমুল সমালোচিত ব্যক্তি এরশাদ শিকদারের মেয়ে। এশার মা সানজিদা আক্তার শোভা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। এরশাদ-শোভা দম্পত্তির একমাত্র সন্তান ছিলেন এশা।
জানা গেছে, এশা নিজে মুসলিম হলেও তাঁর প্রেমিক হিন্দু ধর্মের অনুসারী। নাম প্লাবন ঘোষ। বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। এশার মায়ের দাবি, প্লাবনের বাবা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। প্লাবন ঘোষের সঙ্গে প্রায় আট মাস ধরে সম্পর্ক ছিল এশার।
…
এশার ঘটনার পর নানা মাধ্যমে খোঁজ নিয়েও, সন্ধান মেলেনি প্লাবন ঘোষের। অনেকে বলছেন, প্লাবন ঘোষ এরইমধ্যে পালিয়ে গেছেন অন্য দেশে। আবার কেউ কেউ বলছেন, প্লাবন দেশেই আত্মগোপনে আছেন।
…
এদিকে ঘটনার পর ১০ দিন চললেও, এখন পর্যন্ত প্লাবনকে ধরতে পারেনি পুলিশ। এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সাদাকালো নিউজকে জানান, ‘এখন পর্যন্ত অভিযুক্ত প্লাবন ঘোষকে ধরা যায়নি। তিনি পালিয়ে আছেন। তবে, প্লাবনকে দ্রুত সময়ের মধ্যে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি। একইসঙ্গে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা।’