ফেঁসে গেলেন সানি লিওন, ব্যবস্থা নিচ্ছে তথ্য মন্ত্রণালয়!
তানজিলা ফাহিম
আলোচনায় আসেন পর্দার নীল তারকা হয়ে। পরে ব্যস্ত হন বলিউডের আইটেম গার্ল হিসেবে। কখনও কখনও নায়িকার চরিত্রেও পর্দায় আসেন সানি লিওন।
ভারতের আলোচিত সমালোচিত এই তারকার আসার কথা ছিলো বাংলাদেশেও। গেল ২ মার্চ ‘সোলজার’ নামে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অংশ নিতে ঢাকাই আসার কথা ছিলো সাবেক এই নীল তারকার। কিন্তু তথ্য গোপন করায় ফেঁসে যান সানি লিওন। সঙ্গে সঙ্গেই তার আসার অনুমতি বাতিল কেরে তথ্য মন্ত্রণালয়।
একইসঙ্গে যারা সানি লিওনের তথ্য গোপন করে বাংলাদেশে আনতে চেয়েছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তথ্য মন্ত্রণালয়।
১১ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন তার নাম ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নিবন্ধন করেছিলেন।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে। যারা তথ্য গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।
এর আগে ২০১৫ সালেও বাংলাদেশে আসতে চেয়ে ব্যর্থ হন সানি লিওন। সেবার একটি অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন তিনি। ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তির মধ্যে আয়োজক কর্তৃপক্ষ সেবার সানি লিওনের সফর বাতিল করতে বাধ্য হয়।