শ্বশুর বাড়ি মাতিয়ে রাখছেন ইন্দোনেশিয়ান বউ ফানিয়া
তানজিলা ফাহিম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের তরুণ রাসেল আহমেদের সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইয়প্রেনিয়ার। দীর্ঘ ৪ বছর ধরে চলে তাদের কথোপকথন। এক সময় দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের টানে সম্প্রতি বাংলাদেশে এসেছেন ফানিয়া। এমনকি রাসেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ফানিয়া ৭ মার্চ বাংলাদেশে আসেন। পরদিন ৮ মার্চ তিনি ও রাসেল আহমেদ বিয়ে করেন। ৯ মার্চ রাসেলের বাড়িতে বিবাহোত্তর অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
রাসেলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। তার বাবার নাম মনির হোসেন। রাসেলের গ্রামের বাড়িতেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিনদেশি নতুন বউকে দেখতে গ্রামের অনেকেই ভিড় জমিয়েছিলেন।
বিদেশি জীবনসঙ্গীকে নিয়ে রাসেলের বক্তব্য, ফানিয়ার মধ্যে কোনো জটিলতা, সন্দেহ বা অবিশ্বাসের ছায়া আমি দেখিনি। আমার মনে হয়েছে, আমি তার মধ্যে শান্তি খুঁজে পাব।
বাংলাদেশে আসার অনুভূতি জানিয়ে রাসেলের বিষয়ে ফানিয়া বলেন, রাসেল খুব যত্ন করে, খোঁজখবর নেয় সবসময়। এতে আমি আপ্লুত। আমার মনে হয়েছে, প্রেম বা বিয়ে যা-ই হোক না কেন, সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে কেয়ারিং।
ফানিয়া-রাসেলের আইনজীবী মারুফ বিন জাকারিয়া বলেন, আদালত থেকে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ের জন্য অনুমতি নেওয়া হয়েছে। গতকাল কাজি এনে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।