কার্তিক আরিয়ানকে বিয়ে করতে তরুণীর অভিনব প্রস্তাব!
নাফিজা আক্তার
বলিউডের তরুণ তারকা কার্তিক আরিয়ান। খুব বেশিদিন হয়নি এই অভিনেতার বলিউড যাত্রা। ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমার মাধ্যমে পায়ের তলার মাটি শক্ত করেছেন কার্তিক।
খুব অল্প সময়ে কার্তিকের প্রচুর ভক্ত তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভক্তদের কাছে সুদর্শন কার্তিকের আবেদন উল্লেখ করার মতো। সেই নারী ভক্তদের কাছ থেকে নিয়মিতই প্রেম ও বিয়ের প্রস্তাব পান অভিনেতা। এবার তেমনই একটি প্রস্তাব উঠে এসেছে খবরের শিরোনামে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেন কার্তিক। যেখানে দেখা যায়, কার্তিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাকা’র সংলাপ বলছে এক ছোট্ট শিশু। সেটা শুনে আনন্দে হেসে দেন অভিনেতা।
ওই রিল ভিডিওর কমেন্টেই আসে বিয়ের প্রস্তাব। এক ভক্ত মন্তব্য করেন, ‘আমাকে বিয়ে করো। ২২ কোটি টাকা দেবো’। এমন প্রশ্নে অভিনেতার অন্য ভক্তরাও মজা পেয়েছেন।
অভিনেতা কার্তিকও যে মজা পেয়েছেন সেটা টের পাওয়া গেল তার উত্তরে। তিনি মন্তব্যের জবাবে হাসির ইমোজিসহ লিখেছেন, ‘কবে’?’ এরপরই ওই ভক্ত জানান, ‘এখনই চলে আসো’।
তারকা ও ভক্তের এই মন্তব্য বিনিময় নজর কেড়েছে অন্যদেরও। মুহূর্তেই সেখানে ভিড় জমায় শত শত অনুসারী। ওই ভক্তের মতো আরও কয়েকজনও একই প্রস্তাব দেন কার্তিককে। এজন্য মজার ছলে অভিনেতা আবার লেখেন, ‘নিলাম শুরু করে দেই?