নারী বিনিয়োগকারীরা শেয়ারবাজার ছাড়ছেন কেন?
সাদাকালো নিউজ
বিশ্বের অন্যান্য দেশের মতো পুরুষের পাশাপাশি বাংলাদেশের নারীরাও আজ এগিয়ে যাচ্ছেন সকল ক্ষেত্রে। বিশেষ অবদান রাখছেন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে। তবে হঠাৎ করে দেখা যাচ্ছে, শেয়ারবাজারে দিন দিন কমে যাচ্ছে নারীদের বিনিয়োগকারির অংশগ্রহণ।
এক হিসেবে দেখা গেছে, গত পাঁচ বছরে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করে শেয়ারবাজার ছেড়েছেন পৌনে তিন লাখ নারী বিনিয়োগকারী। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য মতে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭ লাখ ৯৬ হাজার ৪৩০টি। আর চলতি বছরে এই সংখ্য কমে দাঁড়ায় ৫ লাখ ১৪ হাজার ১১০টিতে।
অর্থাৎ এই পাঁচ বছরে শেয়ারবাজার থেকে ২ লাখ ৮২ হাজার ৩২০ জন নারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করে শেয়ারবাজার থেকে বের হয়ে গেছেন। যা প্রায় ৩৫.৪৪ শতাংশ।
হিসেবে দেখা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ হাজার ৩১৫টি, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮ হাজার ২৭৯টি আর ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ৬২৫টি বিও হিসাব বন্ধ করে দিয়েছে নারী বিনিয়োগকারীরা।
এদিকে, গত পাঁচ বছরে বিও হিসাব খুলে নতুন নারী বিনিয়োগকারীরাও এসেছেন শেয়ারবাজারে। হিসেবে দেখা যায়, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২০ হাজার ১৪৯টি এবং ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৭৫০টি বিও হিসাব খুলেছেন নারী বিনিয়োগকারীরা।