কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশের নারীরা: তথ্যমন্ত্রী
সাদাকালো নিউজ
কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘৭০ ভাগের বেশি কাজ করে একজন নারী। একজন নারী ঘরে ও বাইরে সবই সামলান।’
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনো অংশ পিছিয়ে নেই। বাংলাদেশে নারী সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার- সকল কর্মক্ষেত্রেই তারা আছেন। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারীদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।’
যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে পণ্য মজুদ করে রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ বিভিন্ন নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।