
বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরী করলেন ফারজানা পিংক
সাদাকালো নিউজ
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরীরর দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এ হাফ সেঞ্চুরীটি করেন ফারজানা পিংকি।
এটি তার ক্যারিয়ারের অষ্টম এবং নারী বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরী। ৬৩ বলে ৫২ রান করেন তিনি।
সোমবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টার পরিবর্তে সকাল ৮টা ৫ মিনিটে শুরু হয় বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটি। টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো ছিল টাইগ্রেসদের।
ওপেনিং জুটি শামিমা-পিংকির ঝড়ে সাত ওভারেই পূরণ হয় দলীয় পঞ্চাশ রান। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতেই পঞ্চাশ রান করল টাইগ্রেসরা। এরপর থেকেই ধীরে ধীরে শ্লথ হয়ে যায় রান সংগ্রহের গতি।
ফলে শুরুটা দারুণ হলেও মাঝের ওভার গুলোতে খেই হারান সফরকারীরা। আর এ কারণেই শেষ পর্যন্ত দলীয় সংগ্রহটা বেশি বড় করা যায়নি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিউইদের শেষ পর্যন্ত ১৪১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। যা সহজেই উতরে যায় কিউইরা। ৯ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।