যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন
সাদাকালো নিউজ
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর থেকেই রাশিয়ার অর্থনীতির উপর নানান ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে চলছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। অপরদিকে ইউক্রেনকে দিচ্ছে সামরিক ও আর্থিক সব ধরণের সহায়তা। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,গত শনিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানান। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ফোন কলের মাধ্যমে ঠিক একই অনুরোধ জানান জেলেনস্কি।
জেলেনস্কির আবেদন ফিরিয়ে দেননি বাইডেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন। সিদ্ধান্ত অনুযায়ী ন্যাটোর সদস্য পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন। তাঁর বিনিময়ে পোল্যান্ড সীমান্তবর্তী দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহ করবে।
যেহেতু ইউক্রেনের বৈমানিকেরা রাশিয়ায় নির্মিত বিমান চালনায় পারদর্শী, তাই বর্তমান পরিস্থিতিতে তাঁদের এসব যুদ্ধবিমান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।