সাহসী পোশাকে ফের তোপের মুখে দীপিকা!
নাফিজা আক্তার
পোশাকের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি আবারও লাল পোশাকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী। তবে নেটিজনদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে।
অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘পাঠান ’-এর শুটিংয়ের জন্য স্পেন যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে লাল পোশাকে ধরা দেন দীপিকা।
দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে একটি উজ্জ্বল লাল এবং গোলাপি পোশাক পরে নামছেন তিনি। নামি ব্র্যান্ডের লাল চামড়ার প্যান্টের সঙ্গে পরনে একটি লাল সোয়েটার। এরসঙ্গে দীপিকা একটি লাল টুপি এবং গোলাপি স্টিলেটোস পরেছিলেন। সঙ্গে ছিল একটি হ্যান্ডব্যাগ।
আর তাতেই শুরু হয় সমালোচনার ঝড়। অনুরাগীরা দীপিকার উজ্জ্বল পোশাক বেছে নেওয়ার জন্য উপহাস করেছেন। অনেকেই করেছেন বিরুপ মন্তব্য। কেউ কেউ লিখেছেন, ‘মনে হচ্ছে রণবীর তার পোশাক ডিজাইন করেছেন’।
বর্তমানে নায়িকা পাঠান সিনেমার শুটিং এ ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের সিনেমার কাজ।