আইএফসির নতুন কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান
সাদাকালো নিউজ
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন মার্টিন হল্টমান। রোববার (৬ মার্চ) আইএফসি’র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাভিত্তিক নিয়োজিত থেকে হল্টমান বেসরকারি খাতে বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রভাব বিস্তারকারী বিনিয়োগ (ইমপ্যাক্ট ইনভেষ্টমেন্ট) বাড়ানোর দিকে মনোযোগ দেবেন।
জন্মসূত্রে হল্টমান জার্মানির নাগরিক। ২০০৭ সালে তিনি আইএফসিতে যোগ দেন। যোগদানের পর তিনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন-এর গ্লোবাল সেক্টর ম্যানেজার হিসেবে আইএফসিকে লাখ লাখ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে চিরায়ত এবং ডিজিটাল অর্থনৈতিক সেবা সুবিধা নিয়ে আসার সুযোগ সৃষ্টি করেন।
নতুন দায়িত্বে এসে হল্টমান জলবায়ু, জেন্ডার, এবং সবুজ প্রবৃদ্ধির ওপর আইএফসির প্রভাব বাড়ানোর পাশাপাশি দেশের পোর্টফোলিও নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগে বৈচিত্র্য আনতে কাজ করবেন।
নতুন দায়িত্ব সম্পর্কে হল্টমান বলেন, বাংলাদেশ, নেপাল ও ভুটানে কাজ করতে যাওয়ার বিষয়ে তিনি খুবই আনন্দিত। এই দেশগুলো জোরালো অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং আর্থিক চাপের মুখে উল্লেখযোগ্যভাবে টিকে থাকার সামর্থ্য দেখিয়েছে।
তাই এই দেশগুলোর বাজার তৈরি এবং টেকসই উন্নয়ন উৎসাহিত করতে আইএফসির প্রচেষ্টাকে দ্বিগুণ করার জন্য তিনি উম্মুখ হয়ে আছেন বলেও জানান হল্টমান।