টিজারেই বাজিমাত সালমানের ‘টাইগার ৩’
বলিউড ‘ভাইজান’ খ্যাত সালমান খানের সুপারহিট ছবি এক থা টাইগার, টাইগার জিন্দা হে’র পর ভক্তরা এবার প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ‘টাইগার ৩’ এর জন্য। এ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।
ভক্তদের আগ্রহের পারদ আরও বাড়িয়ে দিতে গেল শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির এক মিনিটের টিজার প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা মিলেছে ক্যাটরিনার। যার লুক ও এক্সপ্রেশনে মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে মন্তব্য আর ভালোবাসা প্রকাশ করছে ভক্তরা।
টিজারে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। ছবিটি প্রেক্ষাগৃহে দেখার জন্য ভক্তদের আগামী বছরের ২১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া৷
সালমান-ক্যাটরিনা জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায়।