জাতির পিতাকে নিয়ে আঁকা দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং
রাকিবুল ইসলাম
রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে আঁকা দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং প্রদর্শনী। দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রদর্শনীটি।
২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রদর্শনীটির উদ্বোধন করেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’শীর্ষক এই স্ক্রল পেইন্টিংটির কারিগর শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। লম্বায় প্রায় ১৫০ ফুট এই পেইন্টিংয়ে বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবনের অসংখ্য ছবির সমন্বয় করেছেন শিল্পী। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের বিশাল পেইন্টিং প্রদর্শনী আয়োজনে মুগ্ধ আগত দর্শনার্থীরা। সারাদেশে এধরনের পেইন্টিং প্রদর্শনী আয়োজনের দাবিও জানান অনেকে।