কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের ‘শতাব্দীর সেরা’ বলের গল্প
নাফিজা আক্তার
নিজের প্রথম অ্যাশেজ টেস্টে ১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নেমেছিলেন শেন ওয়ার্ন। আর প্রথম বলেই বাজিমাৎ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন ২৩ বছর বয়সী সেই তরুণ ক্রিকেটার।
আর ওই ম্যাচটিতে খেলতে নেমে নিজের প্রথম বলেই ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে বোল্ড আউট করেন সোনালী কোঁকড়ানো চুলের স্পিনার শেন ওয়ার্ন। এর পরে ‘গ্যাটিং বল’ নামে খ্যাত তার সেই ডেলিভারি পরিচিত পায় বল অব দি সেঞ্চুরি বা শতাব্দির সেরা বল হিসেবে।
ওয়ার্নের লেগ স্টাম্পের অনেক বাইরে পড়া বলটা এক হাতের মতো টার্ন করে ভেঙে দেয় ব্যাটসম্যান মাইক গ্যাটিংয়ের অফ স্টাম্প। কী ঘটে গেল বুঝে উঠতে সেদিন মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন গ্যাটিং।মাইক গ্যাটিংকে করা সেই আউটের কথা সারাজীবনের জন্য সকল ক্রিকেট ভক্তদের মনে গেঁথে যায়।
শেন ওয়ার্ন বলেন, আমার একমাত্র লক্ষ্য ছিল বলে যতটা সম্ভব স্পিন দেয়া, যাতে ইংলিশরা বুঝতে পারে যে এই ছেলে স্পিন বোলিং করতে পারে।
১৪৫ টেস্ট ম্যাচ খেলে অবিশ্বাস্য এক ক্যারিয়ার কাটানো ওয়ার্নের ঝুলিতে আছে ৭০৮ উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নেওয়া ওয়ার্ন ব্যাট হাতেও ১ হাজার ১৮ রান করেছেন। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সাহায্য ছাড়াই ৩ হাজারের বেশি রানের মালিক তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানের একটি ইনিংসও আছে তার।