হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
সাদাকালো নিউজ
হার দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। প্রতিপক্ষের দেওয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। শনিবার ভোরে ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। আশা জাগালেও শেষ পর্যন্ত ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল। ফলে অভিষেক ম্যাচ হারল ৩২ রানে।
ব্যাট করতে নেমে প্রথমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার মিলে তুলেছিলেন এ রান। আর এতেই আশায় বুক বেঁধেছিল পুরো বাংলাদেশ। কিন্তু ৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান শামিমা। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন।
এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝড়ান খাকা। স্কোরকার্ডে যখন ১১৩ রান, ততক্ষণে ৪৪ রানের ব্যবধান ৬ উইকেট হারায় বাঘিনীরা। আর তখনই পরাজয়ের শঙ্কা পেয়ে বসে বাংলাদেশ দলকে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। মাঝে অনেকগুলো উইকেট হারালেও ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।